শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে শিশু একাডেমির নানা আয়োজন

106

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২৩ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি, রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শিশু-কিশোরদের রচনা, চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। ২১শে ফেব্রুয়ারি সকাল ৬ টায় প্রভাতফেরী ও শহিদ মিনারে পুস্পস্তপক অর্পন এবং সকাল ১১টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতার নিয়মাবলীঃ ১. রচনা প্রতিযোগিতা (২০ ফেব্রুয়ারি সকাল ১০টা) “ক” বিভাগঃ ৪র্থ হতে ৭ম শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ। বিষয়ঃ ১৯৫২ সালের ভাষা আন্দোলন। “খ” বিভাগঃ ৮ম শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ। বিষয়ঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য। ২. চিত্রাংকন প্রতিযোগিতা (২১শে ফেব্রুয়ারি সকাল ৯টা) ‘‘ক’’ বিভাগঃ নার্সারী হতে ৩য় শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ। বিষয় ঃ ইচ্ছামত। ‘‘খ’’ বিভাগঃ ৪র্থ শ্রেণি হতে ৭ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ। বিষয়ঃ শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন। ‘‘গ’’ বিভাগ ৮ম শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ। বিষয়ঃ ভাষা আন্দোলন।
৩. সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা (২১শে ফেব্রুয়ারি সকাল -১০.০০টা) ‘‘ক’’ বিভাগঃ নার্সারী হতে ২য় শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ। ‘‘খ’’ বিভাগ ঃ ৩য় শ্রেণি হতে ৪র্থ শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রবৃন্দ।
উল্লেখ্য- শিশু-কিশোরদের রচনা, চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে (শহীদ আব্দুল আলীমঞ্চ)অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার কাগজ একাডেমি থেকে সরবরাহ করা হবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সঙ্গে আনতে হবে। উক্ত প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশগ্রহণ করতে পারবে।