রাঙামাটিতে তাঁতীদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

104

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম শাকিল।

জেলা তাঁতীদলের সভাপতি আনোয়ার আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহ-সভাপতি আরমান হোসেন আবুল, সাংগঠনিক সম্পাদক রতন মহাজন, যুগ্ম সম্পাদক জমির উদ্দীনসহ তাঁতীদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা আগামী দিনের আন্দোলন সংগ্রামে তাঁতীদলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।