॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের তবলছড়ি পশ্চিম ওমদা মিয়া পাহাড়ে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাঙামাটি জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত স্থানে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন বিএনপি নেতৃবৃন্দ।
বিতরণকালে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা কৃষকদলের সভাপতি অলোকপ্রিয় চৌধুরী রিন্টু, সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, জিয়া মঞ্চের সভাপতি আব্দুস সালাম বাবলু, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইসমাঈল, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দীপন তালুকদার দীপু অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বলেন আপনাদের যা ক্ষতি হয়েছে তা আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। তারপরও আমরা সাধ্যমতো সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাড়িয়েছি। তিনি আরো বলেন, আমরা জেনেছি অগ্নিনির্বাপন সহ পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীরা আপনাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। আজ আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। বিএনপি পূর্বেও আপানদের পাশে ছিলো আগামীতেও থাকবে। সংক্ষিপ্ত আলোচনার পর ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে অতিথিরা ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন।