রাঙামাটি বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশনের বার্ষিক বনভোজন

115

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কাপ্তাই হ্রদে জেগে উঠা বালুখালী হর্টিকালচার দ্বীপে বনভোজনে সমিতির সদস্যরা পরিবার পরিজন নিয়ে মিলিত হন।
এসময় সকলে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, বালিশ বদল, র‌্যাফেল ড্র সহ নানা আয়োজনে আনন্দে-উল্লাসে মেতে উঠেন।

মধ্যাহ্ন ভোজের পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও রাঙামাটি প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সোলাইমান ও উপদেষ্টা মো. শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠানে খাজা মাহাতাব হোসেন রাজুর সঞ্চালনায় সংগঠনের সহ-সভাপতি তৌফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. খোকন তালুকদার, বনভোজন আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব মো. রুবেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।