॥ আকাশ মনু ॥
পাহাড়ে পিছিয়ে পড়া অঞ্চলে ঘরে ঘরে আলো পৌছে দিয়েছে বর্তমান সরকার। দূর্গম এলাকাগুলো এখন সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে। এতে পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নসহ নানামুখী সম্ভাবনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার সকালে কাপ্তাই সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণের সময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলকে সম্মৃদ্ধশালী এলাকা হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ডগুলোকে শহুরে পরিবেশ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এ প্রচেষ্টায় ভবিষ্যৎ প্রজন্মের জীবনমান আরো বেগবান হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, বিএমটিএফ এর পরিচালক বি: জেনারেল রোশায়দুল মাওলা, জিএম(মার্কেটিং) লেঃ কর্ণেল বজলুর রহমান হায়াত, সোলার প্রকল্পের পিডি(যুগ্ম সচিব) হারুনুর রশিদসহ জেলা-উপজেলা বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা।
ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার লক্ষ্যে সরকারের সোলার প্যানেল বিতরণে কার্যক্রমে মোট ৪০ হাজার দরিদ্র পরিবার এ সুবিধা ভোগ করবে। তারই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ২টি ওয়ার্ডে ১১৫ পরিবারে কাছে বিনামূল্যে হোম সোলার সিস্টেম সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপকারভোগীরা জানান, আগে তাদের বাচ্চারা সন্ধ্যা হলে পড়তে পাড়তো না। কম আলোয় পড়ালেখা করলেও তাদের চোখে নানান সমস্যা তৈরি হতো। বর্তমানে রাতেও স্বাচ্ছন্দ্যে পড়ালেখা করতে পারছে। এখন সৌর বিদ্যুতের সাহায্যে পানি তোলা যায়, টেলিভিশন দেখা যায়, গরমকালে ফ্যানও চালানো যায়। বিদ্যুৎ সুবিধা পাওয়ায় তাদের জীবনমান দিনদিন উন্নত হচ্ছে।
মন্ত্রী সোলার প্যানেল বিতরণ কার্যক্রম শেষে সফর সঙ্গীদের নিয়ে নানিয়ারচর উপজেলায় প্রায় ১০ কোটি টাকার ব্যয়ে বিভিন্ন উন্নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।