রাঙামাটির দূর্গম বন্দুকভাঙ্গায় নতুন স্কুল ভবনের উদ্বোধন

102

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি সদর উপজেলার দূর্গম বন্দুকভাঙ্গা ইউনিয়নের মুবাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দুকভাঙ্গা ইউনিয়নের মুবাছড়িতে নব নির্মিত এই প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

৫নং বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙামাটি জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা ও বিপুল ত্রিপুরা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপিকা খীসা, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি দীপক চাকমা, সাধারন সম্পাদক সুখময় চাকমা, সদর উপজেলা ভাইস চেয়ারমান নাসরিন ইসলাম ও দূর্গেশ্বর চাকমা, কার্বারী এসোসিয়েশনের সভাপতি হীরালাল চাকমা, মুবাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন জ্যোতি চাকমা, মুবাছড়ি বন বিহারের সহ-সভাপতি চিত্তরঞ্জণ চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের প্রতি আন্তরিক বলেই পাহাড়ের দূর্গম এলাকাগুলো শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। তিনি বলেন, রাঙামাটিতে মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকার যখন কাজ শুরু করেছিল তখন একটি পক্ষ শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নের কথা বলে তা বাধাগ্রস্থ করতে চেয়েছিল। কিন্তু আওয়ামীলীগ জনগণের কল্যাণে কাজ করে বলেই সব বাধা অতিক্রম করে এখানে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে সক্ষম হয়েছে যার সুফল পার্বত্যবাসী পাচ্ছে।

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছার কারনে বিশেষ বিবেচনায় তিন পার্বত্য জেলা সহ ২০১৭ সালে শুধু রাঙামাটি জেলায় ৮১ টি স্কুল জাতীয়করণ করেছে। এই থেকে বুঝা যায় বঙ্গবন্ধু কন্যা আমাদের সবার প্রতি কত আন্তরিক। আজ প্রধান অতিথি মুবাছড়ি প্রাথমিক বিদ্যালয় ভবন ছাড়াও মুবাছড়িতে রাঙ্গা বিজগ যুব ক্লাবেরও ভিত্তি প্রস্থর স্থাপন করেন।