পুলিশ তদন্ত রিপোর্ট ছাত্র ইউনিয়নের প্রত্যাখান

488

1

ঢাকা ব্যুরো অফিস, ৫ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি(সংবাদ বিজ্ঞপ্তি) : বর্ষবরণে যৌন নিপীড়নের ঘটনায় ডিএমপির তদন্ত কমিটির রিপোর্ট প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে ছাত্র ইউনিয়ন। একইসাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার বিকেলে শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানায় সংগঠনটি।

ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তারের সভাপতিত্বে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক গীতিআরা নাসরিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন সেনগুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি লিটন নন্দী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সাধারণ সম্পাদক তুষার ব্যাপারী, ঢাকা মহানগর সংসদের সহ সাধারণ সম্পাদক জিএম রাব্বি, ঢাকা জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক আল আমিন বাদল, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মশিউর সজীব প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের লিটন নন্দী বলেন, জড়িতদের শনাক্ত করা নিয়ে চলছে প্রশাসনের অনীহা এবং অপারগতা। পুলিশের এহেন স্বেচ্ছাপ্রণোদিত অপারগতার মধ্য দিয়ে প্রমাণ হয়ে যায়, নারী নির্যাতনের বিষয়ে এই রাষ্ট্রের দৃষ্টিভঙ্গী কেমন।

লিটন নন্দী আরো বলেন, ঘটনাটির দিন কয়েক অপরাধীকে ধরে পুলিশের হাতে দিয়েছিলাম আমরা। কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের ছেড়ে দিয়েছিল।

ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তার বলেন, পুলিশ শুরু থেকেই ঘটনাটি আড়াল করতে চেয়েছিল। তবে আন্দোলনের মুখে ‘বাধ্য হয়ে’ মামলা করাসহ কিছু তৎপরতা তখন দেখিয়েছিল পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত তারা নেতিবাচক ভূমিকাই পালন করেছে। এখনোও পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ার মধ্য দিয়ে সেটাই প্রমাণিত হয়।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান