॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলার নাইল্যাছড়ি ইদ্রিছিয়া তা’ লীমুল কোরান মাদ্রাসা হেফজ খানা ও এতিমখানা বার্ষিক মাহফিল এবং সংবর্ধনা প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার মাদ্রাসা প্রাংগনে অনুষ্ঠিত হয়। মাহফিল শুরুর পুর্বে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালক মাওলানা মোহাম্মদ মুছার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বাংলা সাহিত্য চর্চা ও বিকাশ কেন্দ্র সাধারণ সম্পাদক এম এ হাশেম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারি মোজাফফর নগর জামে মসজিদ ইমাম মাওলানা মুহাম্মদ উল্লাহ, মোজাফফর নগর তরুণ সমাজ সেবক মুহাম্মদ রিজভী। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিদের কে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ হতে সংবর্ধনা সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
পরে সংবর্ধিত অতিথি কতৃক মাদ্রাসা ছাত্র ছাত্রীদের হাতে বিভিন্ন বিষয়ের উপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বার্ষিক মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নাসিরাবাদ বিশিষ্ট সমাজ সেবক দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব আজম চৌধুরী। আমন্ত্রিত অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারি আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহা পরিচালক হযরত মাওলানা ইয়াহইয়া ( দাঃবাঃ)। ঢাকা মাদানী নগর আল জামিয়াতুল ইসলামিয়া দারুলউলুম মাদ্রাসার মহা পরিচালক পীরে কামেল হযরত মাওলানা ফয়জুল্লাহ সন্দীপী( দাঃবাঃ), চট্টগ্রাম পুলিশ লাইন্স জামে মসজিদ খতিব হযরত মাওলানা মনসুরুল হক জিহাদী, রাংগামাটি মানিকছড়ি মহিলা মাদ্রাসা মুহতামিম হযরত মাওলানা আবু বকর, চট্টগ্রাম রাংগুনীয়া মাখযানুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক হযরত মাওলানা নুরুল আমিন,কাউখালী মদিনাতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সানা উল্লাহ, রাংগামাটি কাঠালতলী তালীমুল কোরান নুরানি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবুল হাশেম সহ আরো অনেক ওলামায়ে কেরাম গন।