॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের ঐতিহ্যবাহী দ্বীদি শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন ইসলামিয়া ফাজিল মডেল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী ) সকাল ৯’০০ মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হিসেবে রাঙামাটি বি এম ইনিস্টিউটের সাবেক অধ্যক্ষ মাহমুদুন্নবী খান দুলাল। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সেক্রেটারি ও দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার আল হক।
উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাদ্রসার সিনিয়র প্রভাষক মাওঃ ইসমাইল হোসেন, অধ্যাপক আব্দুল আলীম ও আল আমিন এতিমখানার সুপার মাওঃ অলিউল্লাহ। আলোচনা সভাশেষে শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল জলিল সরকার।
আলোচনা সভায় বক্তাগণ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পথ বেয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিবৃত্ত তুলে ধরে বলেন, বর্তমান প্রজন্মকের জানতে হবে অধিকার আদায়ের জন্য বীর বাঙালি যুগে যুগে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে আমাদের জন্য যে দেশ ও ভাষা প্রতিষ্ঠা করে গেছেন এর মর্যাদা রক্ষায় আমাদের সচেতন থাকতে হবে।