॥ মোঃ হান্নান ॥
তৃণমুলে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচির আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিস আয়োজিত কাউখালী উপজেলায় মাসব্যপি ফুটবল প্রশিক্ষনের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকাল ৯টায় কাউখালী উপজেলা সম্মেলন কক্ষে এ প্রশিক্ষন কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অতিথি কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়্ ানুরীয়া।
অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়্ ানুরীয়া বলেন, ভালো খেলোয়াড় হতে হলে প্রশিক্ষনের বিকল্প নেই। শুধু ভালো খেলোয়াড়ই নয়, ভালো মনের মানুষও হতে হবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষন নেওয়ার আহবান জানিয়ে বলেন, ভালো খেলোয়াড় দেশ ও জাতির সুনাম বৃদ্ধিতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখেন।
জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হান্নান, ফুটবল প্রশিক্ষন চুইহ্লা মং মারমা প্রমুখ। মাসব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।