রাঙামাটিতে বৌদ্ধ যুব পরিষদের কার্যকাল সমাপনী সাধারণ সভা

101

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটির কার্যকাল সমাপনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ রাঙামাটি জেলা শাখা আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

জাতীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অপু বড়–য়ার সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক সরোজ বড়–য়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাঙামাটি জেলার সদ্য বিদায়ী সভাপতি উদয়ন বড়–য়া। এসময় উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুণ্যবর্ধন বড়–য়া, রূপায়ন বড়–য়া, লোকপ্রিয় বড়–য়া ও তপন কুমার বড়–য়া।

সভায় পূববর্তী কমিটির কার্যক্রম তুলে ধরার পাশাপাশি নতুন কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে চিন্ময় বড়–য়া রিন্টু ও মহাসচিব হিসেবে প্রকৌশলী সীমান্ত বড়–য়াকে নির্বাচিত করা হয়।