কাউখালীতে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে নানা কর্মসূচি

120

॥ কাউখালী প্রতিনিধি ॥

নানা কর্মসূচির মধ্য দিয়ে কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। দিবসটি ঘিরে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এর আগে সকালে দিবসটি ঘিরে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং বিভিন্ন সংগঠন ও দপ্তরের পক্ষ হতেও পুস্পস্তবক দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) ফাহমিদা আফরোজ। সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্য (ওসি) মোঃ পারভেজ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ গাজিউল হক।

অনুষ্ঠানসমূহে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষন অফিসার স্বরূপ বনিক, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা প্রকৌশলী মোঃ নাজিমউদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল করিম, উপজেলা ইনস্ট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ এয়ার আহমেদ, কাউখালী সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ ইছহাক, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার মিয়া, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি নাথ, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা, উপজেলা পরিসংখ্যান অফিসার মুঃ আমির খসরু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোকচিত্র প্রদর্শনী শেষে স্থানীয় শিল্পী গোষ্ঠির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ করা হয়।