নারী দিবসে বিলাইছড়িতে লীন প্রকল্পের পদক ও সনদ বিতরণ

153

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

লিডারশীপ টু এনশিওর এডিকোয়েট নিউট্রিশান (লীন) প্রকল্প ও জুম ফাউন্ডেশনের আয়োজনে বিলাইছড়িতে লিন প্রকল্পের সংশ্লিষ্ট সকল সহযোগি সংগঠনের নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও সদস্যদের (ডব্লিউবিসি, এলএসপি, কিশোর-কিশোরী ক্লাব্ এসপিএ ও কৃষিজাতপণ্য উৎপাদনকারী) দের মাঝে পদক ও সনদ বিতরণ করা হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এই পদক ও সনদ বিতরণের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ও প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ নুর নবী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন লিন প্রকল্প, জুম ফাউন্ডেশন এনজিওর উপজেলা সমন্বয়কারী শুভ্র প্রদীপ খীসা। পরে বিলাইছড়ি জুম ফুল থিয়েটার এর পরিবেশনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুষ্টি কার্যক্রম পরিচালনার উপর সচেতনতা মূলক নাটিকা প্রদর্শন করা হয়।

প্রসঙ্গত, লিন প্রকল্প পার্বত্য চট্টগ্রামের মা ও শিশুর সামগ্রিক পুষ্টি উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলায়। প্রকল্পটি বাস্তবায়নে ইউনাইটেড পারপাসের নেতৃত্বে কনসোর্টিয়াম যৌথভাবে কাজ করছে, যেখানে কারিগরি সহায়তা দিচ্ছে গেইন এবং হেলভেটাস। মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে কাজ করছে কারিতাস বাংলাদেশ, জুম ফাউন্ডেশন এবং আইডিএফ। প্রকল্পটি ২০১৮ সালের ১ সেপ্টেম্বর শুরু করা হয় এবং ২০২৩ সালের ৩১ আগস্ট সমাপ্ত হবে।