॥ আলমগীর মানিক ॥
পার্বত্য চট্টগ্রামের বিরাজমান সশস্ত্র তৎপরতা সহ নানাবিদ সমস্যা সমাধানে বিগত দিনগুলোতে কোন সরকার এগিয়ে আসেনি। একমাত্র বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পাহাড়ের চলমান সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করে এ অঞ্চলের পাহাড়ি বাঙালি সকল জনসাধারণের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি সোমবার (৬ মার্চ) লংগদু উপজেলাধীন কালাপাকুইজ্জা ইউনিয়নে ৬০৮ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বিনামূল্যের হোম সোলার সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
লঙ্গদু উপজেলা পরিষদের চেয়ারম্যান বারেক সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প্রকল্পের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ, আঞ্চলিক পরিষদের সদস্য কামাল উদ্দিন, লঙ্গদূর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, লংদু থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন সরকারি উদ্বর্তন কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।