॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯:৩০ মিনিটে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্ত্বরে এসে শেষ হয়। এরপর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সেলিনা আখতার বঙ্গবন্ধু ম্যুরালের সামনে বিশ্ববিদ্যালয়ের উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণের সামনে ৭ই মার্চ জাতীয় ঐতিহাসিক দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, প্রক্টর, বিভাগীয় প্রধানসহ শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিনব্যাপী প্রচার করা হয়েছে।