॥ লংগদু প্রতিনিধি ॥
লংগদু সেনা জোনের উদ্যোগে ইয়ারাংছড়ি সেনা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচীর উদ্বোধন করেন, লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. হিমেল মিয়া। এসময় প্রায় ১৮০জন গরিব দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালীদের চিকিৎসা সেবা দেন সেনা মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজল।
এসময় রাঙামাটিলংগদু জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. হিমেল মিয়া বলেন, পার্বত্যাঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সেনাবাহিনী পাহাড়ে বসবাসরত জনসাধারণের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে অসহায় ও দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা উপকরণ বিতরণ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক অনুদান এবং দূর্গম পাহাড়ী অঞ্চলের মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনাসহ অসংখ্য উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এসকল কার্যক্রম পাহাড়ে বসবাসরত জনগনের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লংগদু জোনের এ উন্নয়নমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।