॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, এখন আর নারীরা পিছিয়ে নেই; তারাও পুরুষের সাথে সমানতালে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সবাইকে আন্তরিক এবং সচেতন হতে হবে। ডিসি বলেন, রূপকল্প ২০৪১ তথা প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের সবাইকে এই স্বপ্নের সাথে একাত্ম হতে হবে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে করতে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান ভূমিকা রাখতে হবে।
আন্তর্জাতিক নারী দিবস পালন ঘিরে আয়োজিত জেলাপ্রশাসনের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ডিসি মিজানুর রহমান এই মন্তব্য করেন। ডিসি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকল্প সামনে রেখে বর্তমান সরকার নারীদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মহা পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছে। কারণ আমাদের জনসংখ্যার অর্ধেকই নারী এবং তাদের বাদ দিয়ে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, আমরা উৎসাহিত যে, দেশের নারীরাও বর্তমানে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
জেলাপ্রশাসক নারীদের প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করি কোনো নারীই আর নির্বাতন বা সহিংসতার শিকার হবেন না।
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য সামনে রেখে এ বছর আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। দিবসটি ঘিরে রাঙামাটি জেলাপ্রশাসনের উদ্যোগে শহরে বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৮মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) অনুকা খীসা, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী অঞ্জুলিকা খীসা, নারী নেত্রী টুকু তালুকদারসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাছমা বিনতে আমিন।
সভা শেষে রাঙামাটি উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ এর পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।