ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনে রাঙামাটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ্য ও আলোচনা সভা

107

॥ স্টাফ রিপোর্টার ॥

সারা বিশ্বর মানুষের কাছে বিস্ময় হিসেবে চিহ্নিত জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবসের রাঙামাটি জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধারা ও বিভিন্ন সামাজিক সংগঠন বুধবার সকালে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেছে।

জেলা প্রশাসনের পক্ষে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পুস্পমাল্য অর্পণ করেন। পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটিজেলা পরিষদের পক্ষ থেকে রাঙামাটিজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী পরিষদের সদস্য বর্গ এবং জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ ও বিষয় সমুহের প্রধানগণ, রাঙামাটি জেলা পুলিশের পক্ষে রাঙামাটিপুলিশ সুপার মীর আবু তৌহিদ পিপিএম (বার), রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটিসদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মহসিন রোমানসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন স্কুল কলেজ এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিৃকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।

পরে রাঙামাটিজেলা প্রশাসনের পক্ষে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় রাঙামাটিপুলিশ সুপার সহ বিভিন্ন সরকারী পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে রাঙামাটিজেলা পরিষদের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা পরিষদে চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায়, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙামাটিসিভিল সার্জন ডাঃ বিপাশ খীসাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।