বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা

134

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্য সামনে রেখে বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা সদরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১০মার্চ) দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান -এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া প্রমূখ। বক্তারা বলেন ,দুর্যোগ যেন আমাদের না আসে এটা সবার কামনা, তবে হঠাৎ যদি কোনো দুর্যোগ আসে তাহলে মোকাবেলা করতে সকলকে সচেতন হয়ে ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর আগে সকালে সকলের অংশগ্রহণে একটি র‌্যালিও অনুষ্ঠিত হয়।