জুরাছড়িতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ ঘিরে আলোচনা সভা

100

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে সোমবার (১৩ ই মার্চ) জুরাছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স কর্মকর্তা মোরশেদুল আলম, প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা প্রমূখ। সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা সভাপতিত্বে, প্রধান অতিথি সুরেশ কুমার চাকমা বলেন, মানসম্মত শিক্ষাদানের লক্ষ্যে সরকার সবকিছু দিচ্ছে। তাই প্রত্যন্ত অঞ্চলের শিশুরা যাহাতে সঠিকভাবে মানসম্মত শিক্ষা পায় সেজন্য শিক্ষক অভিবাবকদের আরো বেশী আন্তরিক হওয়ার জন্য অনুরোধ করেন।