॥ স্টাফ রিপোর্টার ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয়ের আয়োজনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় ২টি বিভাগে জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা জানিয়েছেন, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শুক্রবার ১৭ই মার্চ সকাল ১০টায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হবে।