পশ্চিম ডেবাছড়া এলাকাবাসীর উদ্যোগে মহতি পূণ্যনুষ্ঠান

102

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলার পশ্চিম ডেবাছড়া এলাকাবাসী উদ্যোগে বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও সকল পরিবারের উন্নতি মঙ্গল কামনায় সার্বজনীন ভাবে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ড দান সহ নানাবিধ দানানুষ্ঠান সম্পাদন করা হয়।

শুক্রবার (২৪ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সুবলং শাখা বনবিহার অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধশ্রী মহাস্থবির মহোদয় পরিত্রাণ সুত্র পাঠ করে বিশ্বের সকল প্রাণীর হিতসুখ মঙ্গল কামনা করে স্বধর্ম দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, তথাগত ভগবান বুদ্ধের সময়েও সমাজে নানান ভাবে অশুভ শক্তি দেখা দিত। তখনকার সময়ে ভগবান বুদ্ধ একমাত্র মৈত্রী দিয়ে সে অশুভ শক্তিকে পরাজয় করেছিলেন। শুধু বড় বড় ধর্মীয় অনুষ্ঠান করলে হবেনা, একমাত্র বুদ্ধের অহিংসা নীতি অনুসরণ করে শীল কে রক্ষা করতে পারলে সকল প্রকার অশুভ শক্তি দুর হয়ে যায়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত পূণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।