রাঙামাটির দুই সরকারী অফিসে প্রতিকী ‘ব্ল্যাকআউট’

114

॥ স্টাফ রিপোর্টার ॥

সারাদেশের ন্যায় রাঙ্গামাটিতেও নিজ উদ্যোগে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচী পালন করেছে রাঙ্গামাটি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কার্যালয় ও রাঙ্গামাটি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট। শরিবার (২৫ মার্চ) রাত ১০:০১ মিনিট থেকে ১০:৩১ মিনিটের মধ্যে এক মিনিটের জন্য বিদ্যুত সংযোগ বন্ধ রেখে প্রতিকী ব্ল্যাকআউট কর্মসূচী পালনের মাধ্যমে ২৫ মার্চ কালরাতের বিভীষিকাকে স্মরণ করেছে সরকারী এই দুইটি অফিস।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে অপারেশন সার্চলাইটের নামে নিরীহ বাঙালিদের ওপর হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। সেই নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি হাতে নেয় রাঙ্গামাটি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কার্যলয় ও রাঙ্গামাটি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে রাত ১০:০১ মিনিটে প্রতীকী ব্ল্যাকআউট পালন করে। এতে জেলায় গণহত্যা দিবসের রাতে কোনও আলোকসজ্জা করা হয়নি।

১৯৭১ সালে বাঙালির মুক্তির আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনসসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু করে গণহত্যা। এই গণহত্যায় এক রাতে শুধু ঢাকায় অন্তত ৭ হাজার বাঙালিকে হত্যা করে পাকিস্তানী হানাদার বাহিনী। এই কালরাত্রিতে গণহত্যায় শহীদের স্বরণ ১মিনিট ব্ল্যাকআউট পালন করে বাঙালী জাতি।