দুঃস্থ পরিবারের মাঝে রাঙামাটি চেম্বারের ইফতার সামগ্রী বিতরণ

117

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে রোযাদার, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দীপংকর তালুকদার এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী উপকারভুগীদের হাতে তুলে দেন।

মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ১১টায় অনুষ্ঠিত ইফতার বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মনসুর আলী, সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক হারুন অর রশিদ মাতব্বর, মোঃ নিজাম উদ্দিন, উসাং মং, ইউসুফ হারুন, মনিরুজ্জামান মহসিন রানা, আবুল মনসুর ওবাইদুল্লাহ, মেহেদী আল মাহবুব, সফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসকারী সকল মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি সাধারন ধর্মপ্রান মুসলমানদের পবিত্র রোজা পালনে সহযোগীতার জন্য ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি না করে স্থিতিশীল রাখার অনুরোধ জানান। তিনি বলেন- কোভিড, প্রাকৃতিক দুর্যোগসহ অতীতে রাঙ্গামটি চেম্বার অসহায় ও দুঃস্থদের পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ওই দিন চেম্বার অফ কমার্স ২৫০ পরিবারের মাঝে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করে। এসময় রাঙামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ বলেন – প্রতি বছর রমজানকে ঘিরে আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করি যাতে করে দুঃস্থ ও গরীব এসব অসহায় পরিবার সুস্থ ও সুন্দরভাবে রোযা পালন করতে পারেন। তিনি সকল বিত্তবানদের দুঃস্থ ও অসহায় রোযাদারদের পাশে দাঁড়ানোর আহবান জানান।