॥ স্টাফ রিপোর্টার ॥
স্বাধীনতা মাত্র অর্ধ শতাব্দীতে বাংলাদেশ যে উচ্চতায় পৌঁছেছে তা স্বাধীনতারই সুফল। ৭১ এ পাক হানাদারদের বিতাড়ণের মধ্য দিয়ে বাংলাদেশ যে ভূখন্ড স্বাধীন করেছে তা আজ বিশ্ব দরবারে সমীহের পাত্র। যাদের জীবন সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আজকের এই অর্জন জাতি আজীবন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটি প্রেস ক্লাবের আলোচনা সভায় এই মত ব্যক্ত করেন বক্তারা।
রোববার (২৬ মার্চ) বিকেল ৩টায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে এবং সাংবাদিক মো: সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেস ক্লাবের সেক্রেটারী ও দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার আল হক, সহ সভাপতি অলি আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক পুলক চক্রবর্তী, সাংবাদিক মনসুর আহম্মেদ, শংকর হোড়, ইয়াছিন রানা সোহেল, মো: আলমগীর মানিক, মো: হান্নান, নুরুল আমিন মানিক, মঈনুদ্দিন বাপ্পী, মো: শফিকুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সবাই কাধে কাধে মিলিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো বলেই আমরা আজ বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ একটি স্বাধীন ভূখন্ড পেয়েছি। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আর জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অনেক অবদান রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রীর একক প্রচেষ্টায় মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে আজ সর্বোচ্চ পর্যায় আনা হয়েছে।
এছাড়াও একমাত্র আওয়ামীলীগ সরকারই বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস করে দিয়েছেন। এতে করে বীর মুক্তিযোদ্ধারা স্বাচ্ছন্দে বসবাস করতে পারছে।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগ করা সকল বীর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোরে রাঙ্গামাটি প্রেস ক্লাবের পক্ষ থেকে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।