রাঙামাটিতে মৎস্যজীবী লীগের সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধন

126

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়–য়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ত্রিদীব কান্তি দাশ, দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন তালুকদার।

জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক তপন দাশ রবি ও সদর থানা শাখার সাধারণ সম্পাদক ফুটন্ত চাকমার সঞ্চানায় সদর থানা শাখার সভাপতি সুনিল কুমার চাকমা, নানিয়ারচর উপজেলা শাখার সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক দীপেন্দু চাকমা, লংগদু উপজেলা শাখার সভাপতি সুজিত দাশ, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, বরকল উপজেলার আহ্বায়ক জাফর মোল্লা, কাপ্তাই উপজেলার সভাপতি মোশতাক আহম্মেদ ভান্ডারী, সাধারণ সম্পাদক সুবাস দাশসহ মৎস্যজীবী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভার পর প্রধান অতিথি হাজী মো. মুছা মাতব্বর সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।