পৌর এলাকায় সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

102

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙামাটি পৌর শাখার আওতাধীন ৭নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় শহরের ৭নং ওয়ার্ডের কাঠালতলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: শাওয়াল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য তালুকদার মো. জোবায়ের আহম্মেদ টিপু।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো: ছলিম উল্ল্যাহ সেলিম।
এসময় জেলা আওয়ামীলীগের সদস্য মো: আবু তৈয়ব, জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মনসুর আহম্মেদ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো: দীদারুল আলম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কামাল হোসেন সুজন,
জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক রিটন বড়–য়া, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, দপ্তর সম্পাদক এডভোকেট মিলন চাকমা, জেলা মহিলা সম্পাদিক দোলন ত্রিপুরা, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো: ফরিদুল আলম, সদস্য সচিব দেবাশীষ পালিত রাজা, সদর থানা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রমেশ মারমা, সদস্য সচিব আরিফ উদ্দীন আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নতুন সদস্যদের ফরম বিতরণ করে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।