॥ স্টাফ রিপোর্টার ॥
সনাতন যুব পরিষদ রাঙামাটি পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি পদে মিশু মল্লিক ও সাধারণ সম্পাদক পদে ইভান পালিতকে মনোনীত করা হয়েছে। শনিবার সকালে তবলছড়ির কালেক্টরেট মিনিস্ট্রিয়াল কর্মচারী ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন। এর পর মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও নৃত্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
সনাতন যুব পরিষদ রাঙামাটি পৌর শাখার আহ্বায়ক মিশু মল্লিকের সভাপতিত্বে, সদস্য সচিব ইভান পালিন ও সদস্য শান্তনা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন- সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি অজিত শীল।
অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন- চট্টগ্রামের ফতেয়াবাদ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের তত্ত্বাবধায়ক শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলার সভাপতি দীপেন ঘোষ, আসামবস্তি শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবলা মিত্র, সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলার সাবেক সভাপতি জগন্নাথ ভদ্র, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেন্টু সরকার, সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক রাজু শীল।
দ্বিতীয় অধিবেশনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সেন্টু চৌধুরীর সভাপতিত্বে ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে’র উপস্থিতিতে লটারীর মাধ্যমে ৪জন প্রার্থীর সমন্বয়ে সনাতন যুব পরিষদ রাঙামাটি পৌর শাখার সভাপতি হিসেবে মিশু মল্লিক ও সাধারণ সম্পাদক হিসেবে ইভান পালিতকে মনোনীত করা হয়। এর পাশাপাশি সদর উপজেলা শাখার সভাপতি হিসেবে শিবু দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক হিসেবে কাকন দাশকে মনোনীত করা হয়।