শেখ রাসেল স্মৃতি পাঠাগারের অফিস ভবন উদ্বোধন

109

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের ভেদভেদীস্থ শেখ রাসেল স্মৃতি পাঠাগারের অফিস ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ফিতা কেটে ভবন উদ্বোধন করেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।

এসময় জলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল মাওলা, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য তালুকদার মো. জোবায়ের আহম্মেদ টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দীন, সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, শেখ রাসেল স্মৃতি পাঠাগারের সভাপতি রিটন বড়–য়া, সাধারণ সম্পাদক এইচএম আলাউদ্দিন সহ আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শেখ রাসেল স্মৃতি পাঠাগারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।