রাঙামাটিতে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

124

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙামাটি পার্বত্য জেলা শাখার সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভেদভেদীর শেখ রাসেল স্মৃতি পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল মাওলা, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য তালুকদার মো. জোবায়ের আহম্মেদ টিপু।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুছা মাতব্বর- আগামী জাতীয় নির্বাচনে দীপংকর তালুকাদারকে পুনরায় নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভার পর অতিথিরা ২জনকে তাৎক্ষণিক সদস্য করার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সদস্য ফরম তুলে দেন অতিথিরা।