রাঙামাটি চেম্বারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

127

॥ স্টাফ রিপোর্টার ॥

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল ওয়াদুদ এর সভাপতিতে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মনসুর আলী, সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক হারুন অর রশিদ মাতব্বর, মোঃ নিজাম উদ্দিন, উসাং মং, ইউসুফ হারুন, মনিরুজ্জামান মহসিন রানা, এডভোকেট মামুনুর রশিদ মামুন, আবুল মনসুর ওবাইদুল্লাহ, মেহেদী আল মাহবুব, সফিকুল ইসলাম চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।