রাঙামাটির ১৮’শ রোজাদারের মাঝে আওয়ামী লীগের ইফতার বিতরণ

152

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলা কমিটির কোষাধ্যক্ষ ছলিম উল্লাহ (সেলিম) এর পক্ষ থেকে ১২’শ অসহায়, দিনমজুর ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে রিজার্ভ বাজারের নতুন বাস স্টেশন, আব্দুল আলী স্কুল এলাকা ও বিজার্ভ বাজার চৌমুহনী এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক সাওয়াল উদ্দীন, কোষাধ্যক্ষ ছলিম উল্লাহ (সেলিম), সদস্য আশিষ কুমার চাকমা নব ও আবু তৈয়ব, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, স্বেচ্ছাসেবকলীগ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রূপন দাশ, যুগ্ম সম্পাদক সুলতান মাহামুদ চৌধুরী বাপ্পা, দপ্তর সম্পাদক নূর আলমসহ জেলা আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার বিকেলে শহরের তবলছড়িতে ৩ শতাধিক রোজাদারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাওয়াল উদ্দিন, দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, উপ-দপ্তর সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা আক্তার জাহান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী আল মাহাবুব, জেলা আওয়ামীলীগের সদস্য উদয়ন বড়–য়া, পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল জলিল, ওয়ার্ড আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মো. আলমগীর, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সুলতান মাহামুদ চৌধুরী বাপ্পা, সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আহমদ তালুকদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব- দেবাশীষ পালিত রাজাসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার বিকেলে ভেদভেদীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল মাওলা, সাংগঠনিক সম্পাদক মো. সাওয়াল উদ্দীন, অর্থ সম্পাদক ছলিম উল্লাহ সেলিম, শিল্প ও বানিজ্য সম্পাদক নাছির উদ্দীন তালুকদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক নরেশ মজুমদার, জেলা যুবলীগের সহ-সভাপতি ফজলুল হক জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক রিটন বড়–য়া, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, সহ-সভাপতি রূপন দাশ, যুগ্ম সম্পাদক সুলতান মাহামুদ চৌধুরী বাপ্পা, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দীন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব দেবাশিষ পালিত রাজা, সদর থানা শাখার আহ্বায়ক রমেশ মারমা, সদস্য সচিব আরিফ উদ্দীন সহ আওয়ামীলীাগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর হাজী মো. মুছা মাতব্বর বনরূপা জামে মসজিদের সামনে ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাওয়াল উদ্দীন, অর্থ সম্পাদক ছলিম উল্লাহ সেলিম, শিল্প ও বানিজ্য সম্পাদক নাছির উদ্দীন তালুকদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা আওয়ামীলীগের সদস্য আশিষ কুমার চাকমা নব ও মো. আবু তৈয়ব, ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন, সদর থানা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সহ আওয়ামীলীাগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।