॥ ইকবাল হোসেন ॥
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টরের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে পুরো রমজান জুড়ে ইফতার বিতরণের কমসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার বিকেলে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫০জন রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গাজী শহীদুল্লাহ, বিজিবিএমএস।
এসময় বিজিবি রাঙামাটি সেক্টরের সহকারী পরিচালক (লজিস্টিক অফিসার) মোঃ সাইফুল ইসলাম সহ বিজিবির কর্মকর্তারারা উপস্থিত ছিলেন। সেক্টর কমান্ডার কর্নেল গাজী শহীদুল্লাহ বলেন, বর্তমান বৈশি^ক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী পবিত্র রমজান মাসে সংযম পালন ও কৃচ্ছ্বতাসাধনের পরার্মশ দিয়েছেন। তিনি দুস্থদের পাশে দাঁড়ানোর ও পরার্মশ দিয়েছেন।
তাঁর নির্দেশনা অনুযায়ী বিজিবি ইফতার পার্টির আয়োজন বাদ দিয়েছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশে গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। পুরো রমজান মাস জুড়ে বিজিবি’র এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে কমান্ডার জানান।
এদিকে ইতোমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টরের অধীনস্থ কাপ্তাই ব্যাটালিয়ন, বরকল ব্যাটালিয়ন, ছোট হরিণা ব্যাটালিয়ন ও রাজনগর ব্যাটালিয়নের উদ্যোগে গরীব, দুস্থ এবং এতিমখানাতে ইফতার ও ইফতার সামগ্রী বিতরণ করেছে এবং রমজান মাসের শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালু থাকবে।