ভারতের পর বাংলাদেশেও পরিচালক বাবাই সেন’র দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পাচ্ছে

863

॥ ডেস্ক রিপোর্ট ॥
ভারতে সুনাম কুড়ানোর পর এবার বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনেও নিজের যোগ্যতার স্বাক্ষর রাক্ষতে যাচ্ছেন ‘চিত্র পরিচালক বাবাই সেন’। বাংলাদেশে তার পরপর দুটি বাংলা ছবি মুক্তির দ্বারপ্রান্তে। এই ছায়াছবি দু’টির নাম ‘সিউলি’ ও ‘গন্ডগোল’।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েঠে ‘গন্ডগোল’ ছবির অফিসিয়াল পোস্টার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ‘শিউলি’ ছবিটিরও শ্যুটিং শেষ হয়েছে। ছবি দুটি মুক্তি পাবে “আরশি এ্যান্টারটেইনমেন্ট” এর ব্যানারে ভারত ও বাংলাদেশে থিয়েটার এবং ন্যাশনাল দুটি চ্যানেল এ।
একের পর এক দর্শক মাতানো ছবি মুক্তির মাধ্যমে তিনি ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। দিনদিন বাড়ছে তার ভক্ত সংখ্যা। শুধু ভক্তদের মাঝেই নয়, ফিল্ম বোদ্ধাদের মাঝেও তার কদর বাড়ছে। এর রেশ ধরেই পরপর বেশ কিছু অ্যাওয়ার্ড অর্জন করেছেন তিনি।

ইতোমধ্যেই অল ইন্ডিয়া ফ্লিম ফেসটিবেল (Brutta movie) ‘সেরা ডিরেক্টর অ্যাওয়ার্ড’ প্রাপ্ত হওয়া এই পরিচালক শুধু চলচ্চিত্র অঙ্গনেই নয় বরং ইন্টারন্যাশনাল যোগ ফেসটিবলি ‘যোগা চ্যাম্পিয়ান অ্যাওয়াড, অল ইন্ডিয়া যোগা বিজয়ী আ্যওয়ার্ড অর্জন করেছেন। ‘যোগকথা’ নামে একটি বই লিখে লেখক হিসেবেও সম্মাননা পেয়েছেন তিনি। তার ভক্তদের মতে, তিনি নিজের পরিশ্রম এবং নিজের প্রচেষ্টায় বর্তমানে ভারতের জাতীয় পর্যায়ের সফল চলচ্চিত্র পরিচালক হিসেবে তার পরিচিতি ছড়িয়ে পড়েছে। এক প্রশ্নের জবাবে বাবাই সেন জানান, এগুলো সবই সম্ভব হয়েছে নিজের পরিশ্রম এবং ইচ্ছে শক্তির গুণে, আর দর্শকদের ভালোবাসায়।

বাংলাদেশে মুক্তি পেতে যাওয়া ছবি দুটির শ্যুটিং হয়েছে অযোধ্যা, কলকাতা, ঘাটশিলা ,পুরুলিয়ার ও বাংলাদেশের বিভিন্ন অপরূপ লোকেশানে। এর আগে মুম্বাই এর বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়তার সাথে কাজ করেছেন পরিচালক বাবাই সেন।

“গন্ডগোল” সিনেমাতে অভিনয় করেছেন বেশ কিছু নামকরা ভারত ও বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী। কিন্তু পরিচালক বাবাই সেন জানান “চেনা মুখের পাশাপাশি বহু নতুন মুখ কে দর্শক দেখতে পাবে আমার এই সিনেমা দুটিতে। সে সমস্ত নতুন প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীরা সুযোগের অভাবে নিজের প্রতিভাকে দর্শকদের সামনে আনতে পারে না, আমি চাই তারা আমার ছবিতে সুযোগ পাক। নিজের প্রতিভার দ্বারা কাজ করুক। আমার এই দুটি ছবিতে দর্শক দারুন দারুন প্রতিভাবান কিছু অভিনেতাকে দেখতে পাবে। আমি তাদের নিয়ে খুব আশাবাদী”।

এই দুটি ছবি মুক্তির পাশাপাশি আরো বেশ কিছু ছবি নিয়ে কাজ শুরু করতে চলেছেন পরিচালক বাবাই সেন। ভসিষ্যতে তিনি ভারত ও বাংলাদেশে যৌথভাবে কিছু কাজ করতে চান। এ জন্য তিনি সকলে সহযোগীতা কামনা করেছেন।

বাবাই সেন জানান, তার কাছে ভারত এবং বাংলাদেশের কিছু নতুন পরিচালক এবং প্রযোজক আছেন যারা ভালো কিছু নিয়ে তার সাথে কাজ করতে ইচ্ছুক। কিন্তু তাদেরকে সুযোগ এবং সমর্থন দিতে হবে। এতে নতুন অনেকেই কাজ করার সুযোগ পাবে এবং চলচ্চিত্র শিল্পের পরিসর বৃদ্ধি পাবে।