বিলাইছড়িতে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন

129

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

বিলাইছড়ির জনগণকে সচেতন করার জন্য কাপ্তাই ফায়ার সার্ভিসের উদ্যোগে সোমবার (১০ এপ্রিল) বিলাইছড়িতে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে । মহড়াকালে প্রথমে বিলাইছড়ি থানা প্রাঙ্গণ ও পরে ইউএনও’র অনুরোধে বাজার প্রাঙ্গণেও এই অগ্নি নির্বাপন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। কাপ্তাই ফায়ার সার্ভিসের লিডার মোঃ রেজাউল করিমসহ বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মীর সদস্য এ মহড়ায় অংশগ্রহণ করেন। তাছাড়া মহড়ায় জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস কর্মীরা তৈল,গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুন সহজ উপায়ে কিভাবে নিভানো যায় তা সবার মাঝে জানানো জন্য মূলতঃ এ মহড়া পরিচালনা করে। তা ছাড়াও গরমের সময় কোনো ভাবে যদি হঠাৎ অঘটন ঘটে বা কোনো জায়গায় আগুন ধরে যায় তাহলে এভাবে আগুন নিভানোর সহজ পদ্ধতির পরামর্শ দেন।