সাজেকে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

105

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম সাজেক ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বাঘাইহাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাওয়াল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান। বিশেষ বক্তা ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম।

সাজেক ইউনিয়ন শাখার সভাপতি মো. আহসান উল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জেলার সহ-সভাপতি তাপস দাশ, সদর থানা শাখার আহ্বায়ক রমেশ মারমা, সদস্য সচিব আরিফ উদ্দিনসহ বাঘাইছড়ি উপজেলা ও সাজেক ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনার পর প্রধান অতিথি সাদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর শতাধিক অসহায়ের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।