রাজস্থলীর এ প্লাস পাওয়া শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

107

॥ রাজস্থলী সংবাদদাতা ॥

গত ২৮ নভেম্বর প্রকাশিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাজস্থলী উপজেলার তয় শ্রেণী সরকারি কর্মচারী বিনোদন ক্লাব। সোমবার (১০ এপ্রিল ) বিকাল ৪টায় উপজেলা তয় শ্রেণীর সরকারি কর্মচারী বিনোদন ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মুচিংমং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথি রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা বলেন, ‘মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, তার সাথে যদি নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করতে না পারো তাহলে এ মেধা দেশ ও জাতির কল্যাণে লাগানো যাবে না।’

তিনি আরো বলেন, ২০২২ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে মেধা ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ জীবন গড়ে এদেশের পথ-হারা মানুষের পাশে দাঁড়াতে হবে। আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, তুলে দেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আজগর আলী খান, ২ নংগাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারমান রবার্ট ত্রিপুরা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম সহ ক্লাবের সদস্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক গন উপস্থিত ছিলেন।