॥ ইকবাল হোসেন ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় রাঙামাটিতে ২য় বারের মতো অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা পরিষদের এনেক্স ভবন মিলনায়তনে নিউ রাঙামাটি রিজার্ভ বাজার জামে মসজিদ পরিচালনা কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
জেলা পরিষদ সদস্য ও নিউ রাঙামাটি রিজার্ভ বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী মো. মুছা মাতব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. ইকবাল বাহার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন- নিউ রাঙামাটি রিজার্ভ বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মহসিন রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন- জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলার সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অংসুইপ্রু চৌধুরী বলেন- জেলা পরিষদ কোন একক জাতি বা ধর্মের মানুষদের প্রতিষ্ঠান না, জেলা পরিষদ সকলের। আমরা সকল জাতি গোষ্ঠির উন্নয়নে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। তাই পবিত্র আল কোরআন নিয়ে প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করতে পারায় আমি অত্যন্ত আনন্দিত। তিনি আগামীতে সকল উপজেলার প্রতিযোগিদের অংশগ্রহণের মাধ্যমে বৃহৎ আকারে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি নেওয়ার জন্য আয়োজকদের নির্দেশ দেন।
আলোচনা সভার পর অতিথিরা ৩টি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী, সেরাদের সেরাসহ বিজয়ীদের লক্ষাধিক টাকার অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। গত ১৪ মার্চ থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় রাঙামাটির ১১টি প্রতিষ্ঠানের ৭২জন প্রতিযোগি অংশ নেয়।