রাঙামাটি কেন্দ্রীয় বাস টার্মিনালের ইজারা নিয়ে দু’গ্রুপের বিরোধ

124

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির কেন্দ্রীয় বাস টার্মিনালের ইজারা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধের জেরে ওই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মূহুর্তে শ্রমিক ও রাজনৈতিক কর্মীদের মধ্যে মারামারির আশঙ্কা করছে, বাস স্ট্যান্ড এলাকার দোকান দাররা। গত বৃহস্পতিবার দুই পক্ষ মুখোমুখি অবস্থানের গেলেও দ্রুত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ বছর যাবৎ বাস টার্মিনালটির ইজারা বাস মালিক ও শ্রমিকরা যৌথভাবে পরিচালনা করে আসছে। কাগজে কলমে ইজারা মেসার্স রাঙামাটি ট্রেডার্স এর নামে গ্রহণ করা হলেও এফিডেভিটের মাধ্যমে মালিক শ্রমিকরা ইজারা বাস্তবায়ন করে থাকে। চলতি বছরের জন্যও ইজারা রাঙামাটি ট্রেডার্সের নামে গ্রহণ করা হয় এবং বিগত ৩০ মার্চ নোটারী পাবলিকের মাধ্যমে তা চট্টগ্রাম-রাঙামাটি বাস মোটর মালিক সমিতি এবং বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের অনুকূলে কার্য ক্ষমতা হস্তান্তর করে মেসার্স রাঙামাটি ট্রেডার্স। এরপর তারা পে-অর্ডার ও চালান ফরমের মাধ্যমে সরকারি রাজস্বের অর্থ জমা দিয়ে ইজারা পরিচালনা শুরু করে।

শ্রমিক নেতৃবৃন্দ জানায়, হঠাৎ করে গত ১৩ এপ্রিল রিজার্ভ বাজার এলাকার তৈয়ব, সাজু, আমির ও সাইফুলসহ বেশ কয়েকজন যুবক গিয়ে দাবি করে ইজারা তারা পেয়েছে এবং আগামীকাল থেকে ইজারার টোল তারাই তুলবে বলে চলে আসে। পরদিন সকালে তৈয়ব, সাজু, আমির ও সাইফুলসহ অন্যান্যরা গিয়ে টোল তুলতে চাইলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় মালিক ও শ্রমিক নেতারা বিষয়টি সমাধানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলেন- যেহেতু এই টার্মিনালের ইজারা শুরু থেকেই মালিক-শ্রমিকরা সমন্বয় করে পরিচালনা করছে। আগামীতেও আমরা এভাবেই পরিচালনা করতে চাই।

এদিকে অপর পক্ষের মো. আমির হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান- আমরা ইজারা পেয়ে সকল অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করে ইজারা পরিচালনা করতে গেলে মালিক ও শ্রমিক পক্ষের লোকজন বাধা প্রদান করে। তাই আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করেছি এবং তারা তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়ে থানায় বসে বিষয়টি সমাধানের আশ্বাস ও দিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে যাওয়ার আগেই বা সম্ভাব্য সংঘষ্র্ এড়াতে বিষয়টি সমাধানে নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছে, এলাকার ব্যবসায়ীরা।