॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি পৌর কমিটির উদ্যােগে এসএসসি ও সমমানের পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় রাঙামাটি শহরের কাঠালতলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মোঃ হাবীব আজম।
পিসিসিপি রাঙামাটি পৌর শাখার সভাপতি পারভেজ মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলার ছাত্র বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, পিসিসিপি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি সরকারি কলেজ শাখার আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, পৌর শাখার সহ-সভাপতি মোঃ রিয়াজ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু। আলোচনা সভা শেষে শতাধিক পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।