॥ স্টাফ রিপোর্টার ॥
অসহায় ও দুস্থ মানুষের আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে নানামুখি সহযোগীতা প্রদানের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙামাটি লিগ্যাল এইড কার্যালয়। এবারের জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় এমন মতামত ব্যক্ত করেছেন রাজনৈতিক নেতা, বিচারিক কর্মকর্তা এবং আইনজীবীরা। বক্তরা বলেন রাঙামাটি জেলা লিগাল এইড কার্যালয় সাম্প্রতিক সময়ে গরীব, দুখী ও অসচ্ছল ব্যক্তিদের আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্র সহজ এবং কার্যকর করে অতীতের যে কোনো সময়ের তুলনায় এ জেলায় ন্যায় বিচারের পথ উন্মুক্ত করতে সক্ষম হয়েছে। তাদের সহযোগীতার মধ্যদিয়ে বিনামূল্যে আইনি সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিভিন্ন উপজেলার মানুষ। পাশাপাশি আপোষে বিরোধ মীমাংসা পদ্ধতির সুচারু ব্যবহারে আদলতে মামলা জট হ্রাস পেয়েছে এবং দ্রুত সমস্যার সমাধান হচ্ছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইডের আয়োজনে দিবসটি পালিত হয়। ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। দিবসটি ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রার পর জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্টিত হয়।
সভায় জেলা লিগ্যাল এইড কমিটি জানায়, জেলায় ১৩৭৮টি আপোষ বিরোধ মীমাংসার আবেদনের মধ্যে ১৩১৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। আপোষ বিরোধ মীমাংসার মাধ্যমে ১কোটি ৩৯ লক্ষ ৩১হাজার ২৯৪ টাকা আদায় করা হয়েছে। এছাড়া গত এক বছরে জেলায় প্রথমবারের মতো কোনো বাড়তি প্রকল্প বা এনজিওর সহযোগীতা ছাড়াই ১০ উপজেলায় ৩০টি ইউনিয়নে কাজ করতে সক্ষম হয়েছে সরকারের লিগাল এইড।
সভায় সিনিয়ির জেলা ও দায়রা জজ সহিদুল ইসলাম লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে বলেন, সরকার বিনামূল্যে অসহায় দরিদ্র মানুষের আইনী সেবা পাওয়ার অধিকার লিগ্যাল এইডের মাধ্যমে ব্যবস্থা করেছেন। দেশের সাধারণ অসহায় মানুষ যেন বিনা খরচে আইনী সহায়তা পায় সেই লক্ষ্যে সরকার উন্নত বিশ্বের মত আমাদের দেশে লিগ্যাল এইড সংস্থার বা আইনী সহায়তা সংস্থার কার্যক্রম চালু করেছেন। আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরো বেগবান করার মাধ্যমে জেলার অসহায় দরিদ্র সাধারণ মানুষ যেন আইনী সকল সুবিধা পায় সেই লক্ষ্য নিয়ে কাজ করব।
তিনি আরো বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে রাঙামাটিতে আপোষে বিরোধ মীমাংসার নিষ্পত্তির হার-৯৫.৫০%, যা খুবই আশা ব্যঞ্জক। তিনি রাঙামাটিতে লিগ্যাল এইডের কার্যক্রমকে বেগবান করতে প্যানেলভুক্ত আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া আর্থিকভাবে সচ্ছল আইনজীবীদেরকে অসহায় মানুষকে বিনামূল্যে আইনগত সেবা প্রদানেরও তিনি অনুরোধ করেন।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড রাঙামাটির চেয়ারম্যান সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো আবু হানিফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মীর তাওহীদ হক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা বারের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মো জুনাইদসহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীবৃন্দসহ লিগ্যাল এইড এর সেবা গ্রহীতাবৃন্দ।
সকালে জজ আদালত প্রাঙ্গন থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়।