॥ রাজস্থলী সংবাদদাতা ॥
রাঙামাটি রাজস্থলী উপজেলার ইসলামপুর মাদ্রাসার দানবাক্স এবং পাশ্বর্বতী ক্লিনিকের দান বাক্সের তালা ভেঙে অন্তত ১০ থেকে ১২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞাত চোরচক্র। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামপুর মাদ্রসার দায়িত্ব রত শিক্ষক । তিনি বলেন, শুক্রবার রাতে কোনো এক সময় চোরেরা এ ঘটনা ঘটায়। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তার দাবি এলাকার মাদকসেবীরা এই চুরির সাথে জড়িত থাকতে পারে। তবে, যারাই জড়িত থাক না কেন মাদ্রাসার দান বাক্স চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইসলামপুর মাদ্রাসা কমিটির সভাপতি সাবেক ইউপি মেম্বার মোতালেফ হোসেন জানান, এটি চোরের কাজ না। মাদকসেবীদের কাজ। চোরেরও ধর্ম আছে, তারা এ কাজ করতে পারে না। তিনি জানান, এলাকায় খোঁজ খবর নেয়া হচ্ছে। জড়িতদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে।
এদিকে ইসলামপুর এলাকায় প্রতিনিয়ত গাঁজা সেবনকারী ও বিক্রেতার সংখ্যা বাড়ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। তারা এ বিষয়ে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।