সাপছড়িতে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক

116

॥ স্টাফ রিপোর্টার ॥

তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সাপছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সমব্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, সাপছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীণ চাকমা, সাপছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপিন বিকাশ চাকমা।

অনুষ্ঠানে রাঙামাটি সদর তথ্য কেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা নাছরিন আক্তারের সঞ্চালনায় জেলার মহিলা নেতৃবৃন্দ ও সাপছড়ি ইউনিয়নের বিভিন্ন স্তর থেকে আগত মহিলারা উপস্থিত ছিলেন।