॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ সোনালী ব্যাংক রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের সোনালী ব্যাংকের পিএলসি ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল আল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার যুগ্ম পরিচালক তামজিদ হোসেন, যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) দেবপ্রিয় বড়ুয়া রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ সংশ্লিষ্টরা।
ওয়ার্কশপে প্রেজেন্টেশনের মাধ্যমে জালনোট সনাক্ত করণে নানার কৌশলসহ জালনোট প্রতিরোধে জনসাধারণকে অবগত করা হয়।