বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নানিয়ারচরে র‍্যালি ও আলোচনা সভা 

177
নানিয়ারচর প্রতিনিধিঃ
”তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিবাদে রাঙামাটির নানিয়ারচরে তামাকমুক্ত দিবস ২০২৩ পালন করা হয়েছে।
বুধবার (৩১ মে) সকালে দিবসটি উপলক্ষে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার মোক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, উপজেলা খাদ্য কর্মকর্তা তপন কান্তি ত্রিপুরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তামাকের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরেন। তামাক ব্যবহারের ফলে প্রতি বছর হাজার হাজার লোক ক্যান্সারজনিত রোগে মৃত্যুবরণ করছেন।
এছাড়াও তামাকের ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়ার বিষয়েও বক্তারা আলোচনা করেন।
এর আগে দিবসটি উপলক্ষে প্রশাসনের উদ্যোগে বিশেষ এক র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।