মেহেদী ইমামঃ
পার্বত্য চট্টগ্রামে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটির নানিয়ারচরে কার্প জাতীয় মাছের প্রদর্শনী খামারে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ মে) সকালে উপজেলার ১নং সাবেক্ষং ইউনিয়নের ক্যাঙ্গেলছড়ি এলাকায় নিরোসী চাকমা মৎস্য ক্রিকে উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।
এসময় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহম্মদ নাজিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আবদুল্লা আল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ তোফাজ্জল হোসেন ফাহিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মৎস্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে মৎস্য ক্রিক দলনেতার নিকট ৫০০কেজি মৎস্য খাদ্য, ১০০ কেজি চুন ও ১০০ কেজি ইউরিয়া সার হস্তান্তর করে মৎস্য বিভাগ।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা বলেন, এই অঞ্চলে পাহাড়ি জলাশয় ও ক্রিক ব্যবহার করে মাছের চাহিদা পূরণ সম্ভব। ক্রিক বা জলাশয়ে মৎস্য চাষ সমন্বিতভাবে মাছের পুষ্টি ঘাটতি পূরণ করবে। পাহাড়ি ক্রিক ব্যবহার করে মাছের চাষ বৃদ্ধিতে খামারিরা ব্যপকভাবে লাভবান হবেন বলেও জানান এই মৎস্য কর্মকর্তা।