॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন জিতেন চাকমা এবং সাধারণ সম্পাদক হয়েছেন রুপিকা চাকমা। শুক্রবার (২ জুন) সন্ধ্যায় বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটির কল্যাণপুরস্থ কার্যালয়ে ত্রি বার্ষিক সম্মেলন শেষে এ কমিটি গঠন করা হয়। ত্রি বার্ষিকী সম্মেলন সভাপতিত্ব করেন সংস্থাটির উপদেষ্টা ইন্টুমনি তালুকদার।
৯ সদস্যর কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন পুষ্প চাকমাসহ সাধারণ সম্পাদক হয়েছেন মো নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো আল আমিন, অর্থ সম্পাদক হয়েছেন রিপেন চাকমা, দপ্তর সম্পাদক সরনা চাকমা এবং দুই সদস্য সুবেন্টু চাকমা মঙ্গল মনি চাকমা।