রাঙামাটিতে জিএসটিভূক্ত গুচ্ছ পরীক্ষার তৃতীয় পর্যায়ে ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন

128

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার তৃতীয় পর্যায়ে শনিবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ মোট ৭ টি কেন্দ্রে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে তালিকাক্তূক্ত ৭ হাজার ৫২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৬৬৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। অনুপস্থিত ছিল ৮৫১ জন।
পরীক্ষা চলাকালীন শনিবার দুপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষায় শিক্ষার্থীদের মনযোগ এবং ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিতদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন।

কেন্দ্র পরিদর্শনশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ভিসি প্রফেসর সেলিনা আক্তার জানান, রাঙামাটিতে তিন পর্যায়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা চলাকালীন যে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা প্রদর্শিত হয়েছে, আশা করি দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের স্মৃতিতে তা একটি ভালো উদাহরন হিসেবে অম্লান থাকবে। রাঙামাটির সাধারণ মানুষও ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের নানাভাবে সহযোগীতা করেছেন, যা আমাদের জাতির জন্য ইতিবাচক।

তিনি সুস্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে যারা সহযোগীতা করেছেন তাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভিসি উল্লেখ করেন, বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক, স্বেচ্ছাসেবক, মিডিয়া কর্মীসহ যারাই এর সাথে জড়িত হয়েছেন আন্তরিকভাবে কাজ করেছেন। আমরা কৃতজ্ঞ, বিশেষ করে হোটেল-মোটেল খাবার ব্যবসায়ী এবং পরিবহন মালিকরা ২০ শতাংশ ছাড় দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন। তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

কেন্দ্র পরিদর্শনকালে ভিসির সাথে রাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোহাম্মদ ইউসুফ, প্রক্টর জুয়েল সিকদার এবং রাবিপ্রবি’র জিএসটি এ ইউনিটের ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমা উপস্থিত ছিলেন।