বিলাইছড়িতে উপজেলা ক্রীড়া সংস্থার  নির্বাচন, সম্পাদক বিভূতিভূষন চাকমা

376
॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥ 
বুধবার (৭ জুন) বিলাইছড়িতে “উপজেলা ক্রীড়া সংস্থা’র” কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  সাধারণ সম্পাদক পদে বিভূতিভূষন চাকমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পরিষদ ২৫ সদস্য বিশিষ্ট হলেও সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা  ১জন, সহ-সভাপতি ২ জন ও নির্বাহী সদস্য ৫ জন পদাধিকার বলে থাকার কারণে বাকী ১৭ জন বিভিন্ন পদে  কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। কিন্তু সহ-সভাপতি ২ জন, অতিরিক্ত সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম-সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ১ জন, নির্বাহী সদস্য ৮ জন ও নির্বাহী সদস্য (সংরক্ষিত) নারী সদস্য ২ জন এদের কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়। তাই শুধু  মাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক পদে হারিকেন প্রতীক নিয়ে বিভূতিভূষন চাকমা ও দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে সুদর্শন বড়ুয়া প্রতিদ্বন্দ্বীতা করে। এবং ভোট গ্রহণ শেষে  বেসরকারী ফলাফল অনুযায়ী হারিকেন প্রতীক ২৫ ভোট এবং দেওয়াল ঘড়ি প্রতীক ১৪ ভোট পেয়েছে। তাই বেসরকারিভাবে বিভূতিভূষন চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩৯ জন কাউন্সিলরের মধ্যে  রাঙ্গামাটি পার্বত্য  জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ( প্রতিনিধি), উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, সাবেক  উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, হেডম্যান শান্তি বিজয় চাকমাসহ সব কাউন্সিলর  ভোট প্রদান করেন।
ক্রীড়া সংস্থা নির্বাচনে নির্বাচন  কমিশনার হিসেবে  উপজেলা শিক্ষা অফিসার  নিখিলেশ চাকমা, রিটার্নিং অফিসার হিসেবে  উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বখতেয়ার আহমেদ, প্রিজাইডিং অফিসার হিসেবে  উপজেলা সহকারী  শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা ও পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন  প্রধান শিক্ষক  পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা।