॥ স্টাফ রিপোর্টার ॥
দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দূর্নীতির প্রতিবাদে রাঙামাটিতে বিএনপি অবস্থান কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপির নেতা কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোটে মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপি সভাপতি এসএম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আলি বাবর, জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নূরনবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, ছাত্রদল সাধারণ সম্পাদক আলি আকবর সুমনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, জৈষ্ঠ্যের খরতাপে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। এর উপর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে মানুষের জীবন দূর্বিষহ হয়ে পড়েছে। দিন নাই রাত নাই বিদ্যুতের ভেলকিবাজি। আমরা কখনো বিদ্যুতের বিল বকেয়া রাখিনা তাহলে কেন আমরা বিদ্যুৎ পাবোনা।
বক্তারা আরো বলেন, সরকারের সর্বোচ্চ ব্যক্তিদের আত্মীয়স্বজনকে প্রাইভেট কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প দেয়া হয়েছে। তাদের বিপুল অর্থবিত্তের মালিক বানানোর জন্য এই সকল প্রকল্প স্থাপনের সুযোগ দেয়া হয়। যাদের মধ্যে কেউ কেউ বিদেশে সর্বোচ্চ ধনীর তালিকার স্থান পেয়েছেন। কিন্তু যাদের ট্যাক্সের টাকায় দেশ চলে সেই জনগণ না খেয়ে থাকে সেদিকে সরকারে কোনো খেয়াল নেই। অবিলম্বে লোডশেডিং বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতসহ বিদ্যুৎ খাতে দূর্নীতিবাজদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বিএনপি নেতারা।
পরে রাঙামাটি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন বিএনপি নেতাকর্মীরা।